Header Ads

এসএমএস পাঠিয়ে স্মার্টকার্ড পাবেন যেভাবে



এসএমএস পাঠিয়ে স্মার্টকার্ড পাবেন যেভাবে
দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড দেওয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। ইতি মধ্যেই অনেকেই  নিজেদের স্মার্টকার্ডটি বুঝে পেয়েছেন।

তবে সবাই এখনও স্মার্টকার্ড পাননি। যারা এখনও পাননি তারা নিজেই জেনে নিতে পারেন কখন হাতে পাবেন আপনার স্মার্টকার্ডটি।১০৫ নাম্বারে এসএমএস পাঠিয়ে বা নির্বাচন কমিশিনের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এ তথ্য।

নির্বাচন কমিশিনের  ওয়েবসাইটের https://services.nidw.gov.bd/voter_center লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে আপনার স্মার্টকার্ডটি পাবার তারিখ জানতে পারবেন।যদি আপনার স্মার্টকার্ডটি  বিতরণের তারিখ নির্ধারিত না হয়ে তাকে তবে আপনাকে পরবর্তীতে আবার অনুসন্ধান করতে বলা হবে।

এসএমএসের মাধ্যমেও স্মার্টকার্ড  পাবার তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এখনও যারা স্মার্টকার্ড  পাননি তারা আপনাদের ফোনের  মেসেজ অপসনে গিয়ে  SC লিখে স্পেস F লিখে স্পেস নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
( বিঃদ্রঃ   যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিট এর তাদের এনআইডি নম্বরের প্রথমে নিজ জন্ম সাল যোগ করতে হবে।) 

How to make a butterfly easy way to watch the video click below

                                       

1 comment:

Powered by Blogger.